হাজেরা-তজু ডিগ্রি কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

| শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১১:২৪ পূর্বাহ্ণ

নগরীর হাজেরাতজু ডিগ্রি কলেজে আন্তঃ শ্রেণি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গত বুধবার। কলেজ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মুজিবুর রহমান। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ কুতুব উদ্দীন, উপাধ্যক্ষ এস.এম.আইয়ুব এবং প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ দবির উদ্দীন খান।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের স্বার্থে একসঙ্গে ডিএমপি ও সিসিমপুর
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়ার ফলাফল