হাজেরা-তজু ডিগ্রি কলেজে আন্তঃ ক্লাস ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

| শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

হাজেরাতজু ডিগ্রি কলেজ আয়োজিত আন্ত ক্লাস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল চান্দগাঁও কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বীতা করে মাইটি লায়ন্স এবং ইকুয়েশন স্ট্রাইকার্স। ফাইনালে ইকুয়েশন স্ট্রাইকার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মাইটি লায়ন্স। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর ছিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বি এস সি বলেন, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীরা ভবিষ্যতে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হতে পারবে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন। চ্যাম্পিয়ন মাইটি লায়ন্স দলের দায়িত্বে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল হাসান। আর রানার আপ ইকুয়েশন স্ট্রাইকার্সের দায়িত্বে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক ও ক্রীড়া শিক্ষক এনামুল হাসান। অধ্যাপক মন্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন মো. মনচুর আলম, মো: মইনুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ফাহাদ হোসেন শোভন, ছাবের হোসেন, মো: শরাফত হোসেন, .কে. এম. শাহাজালাল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আন্ত:ক্লাস ক্রিকেট প্রতিযোগিতার আহবায়ক ও ক্রীড়া শিক্ষক এনামুল হাসান ও আইসিটি বিভাগের অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেট ম্যাচ রেফারীদের কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধচবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা