হাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:২২ পূর্বাহ্ণ

হাজী মোস্তফা বেগম যুব ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধমাসব্যাপী সেলাই প্রশিক্ষণ, ড্রেস মেকিং এবং কাটিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কাউন্সিলর সাইফুদ্দিন সাইফু। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীসমাজকে শক্তিতে পরিণত করতে হবে। এতে সমাজ উপকৃত হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ। প্রধান আলোচক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পাপড়ি সেনগুপ্ত, এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান,আলমগীর হোসেন সৈকত, সাজ্জাদ হোসেন, ওয়াহিদুল ইসলাম, রহিম উদ্দিন, পান্না আকতার, আবুল কাশেম, জাহেদ হোসেন, রুজি আকতার, পারুল আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোট ডাকাতি ঠেকাতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে
পরবর্তী নিবন্ধবাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ