চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদে জোহর কদমতলী বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে বাইশ মহল্লা চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে হাজী বাদশা মিয়ার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হাজী বাদশা মিয়া ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশপ্রেমিক নেতা। তার মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আন্দোলন সংগ্রামে হাজী বাদশা মিয়ার অবদান তুলে ধরেন।
গত রোববার বিকাল ৩টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান হাজী বাদশা মিয়া। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজী বাদশা মিয়ার মৃত্যুতে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তার জানাজায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, নিয়াজ মো. খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য ইসকান্দার মির্জা, মো. সালাউদ্দীন, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, জাফর আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।