হাজী তফছির আহমদ স্মৃতি সংসদ আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ হাজী তফছির আহমদ স্মৃতি সংসদ আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটির সহ-সভাপতি আবু বকর সওদাগরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় আলোকিত প্রয়াস ও থাই জনতা ড্র করেছে। অপর খেলায় জাহানারা বেগম স্মৃতি ২-০ গোলে হাজী ওয়াছের আলী স্মৃতিকে পরাজিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফছির আহমদ স্মৃতি সংসদের চেয়ারম্যান কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ওমর আলী মাতাব্বর মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ম. নাছির উদ্দিন শাহ। বিশেষ অতিথি ছিলেন ওমর আলী মাতাব্বর, মোহাম্মদ জাফর আহমদ, মোহাম্মদ মাহবুবুল আলম, এম ফরিদুল আলম, সাইদুল ইসলাম, এম রাশেদুল আলম, ইলিয়াস বাবুল, আবদুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সরোয়ার উদ্দিন, ফারুক আল ফয়সাল, আবদুর নুর জাবেদ, খোরশেদ আলম, মো. জুয়েল, মোহাম্মদ কলিম উল্লাহ বাপ্পি, মো. ওয়াকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেলা দলের হ্যান্ডবল খেলোয়াড়দের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব