হাজী আহমদ জমিল

| বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ মাঝের ঘাটা পেঠান মুন্সী বাড়ি নিবাসি হাজী আহমদ জমিল (৮৫) গত সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় হেলাল মোল্লা জামে মসজিদ ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম শোক জানিয়েছেন। উল্লেখ্য, তিনি মরহুম হাজী মফিজুর রহমানের দ্বিতীয় ছেলে। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ১৫৬০ কেজি ছোট মাছ জব্দ, জরিমানা