রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা করিম উদ্দিন হাছানের পিতা হাজী আহমদ খলিল (৮০) গত শনিবার দুপুরে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি মাস্টারপাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন রাতে রাহাতিয়া দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনাসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।