হাজী আব্দুল হান্নান স্মৃতি ১ম কারাতে প্রতিযোগিতা সম্পন্ন

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের আয়োজনে ও হাজী আব্দুল হান্নান ট্রাষ্টের সহযোগিতায় হাজী আব্দুল হান্নান স্মৃতি ১ম কারাতে প্রতিযোগিতা গতকাল ২ জুন এম এ আজিজ ষ্টেডিয়ামস্থ সিজেকেএস কনভেনশন হলে সম্পন্ন হয়। চট্টগ্রামের ৭টি সংগঠনের ১৩৯ জন প্রতিযোগী এতে অংশ নেন।

প্রতিযোগিতার ১৫ টি ইভেন্টের মধ্যে চট্টগ্রাম মার্শাল আর্টস একাডেমি ৭ টি স্বর্ণ, ৯ টি রৌপ্য ও ১৯ টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন, সিএমপি কারাতে ক্লাব ৩ টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪ টি তাম্র পদক পেয়ে রানার আপ, সিএমপি স্কুল এন্ড কলেজ কারাতে ক্লাব ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২ টি তাম্র পদক পেয়ে ৩য় স্থান পায়। হাফুস মার্শাল আর্টস একাডেমি ২ টি স্বর্ণ ও ৪টি রৌপ্য ও ০৫ টি তাম্র পদক অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মঞ্জুর মোরশেদ ফিরোজের সভাপতিত্বে ও সিনিয়র কারাতেকা ও মার্শাল আর্টস একাডেমির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুল হান্নান ট্রাষ্টের চেয়ারম্যান সাহিদ হান্নান, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাং ইউছুফ, ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সাব্বির হান্নান, কারাতে এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে জাজ লতা পারভীন, চিকেএ নির্বাহী সদস্য জাফরুল ইসলাম, মোহাম্মদ ইকবাল, আইমান ইনতিসার, ফাহিমা বিনতে ইকরাম, মাহবুবা জান্নাত, নুসাইফা ইসলাম ও নাইমা বিনতে ইকরাম। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের নির্বাহী সদস্য আরিফ হান্নানের সার্বিক সমন্বয়ে সম্পন্ন প্রতিযোগিতার পরিচালকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি এবং ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের জাজ কাউসার আহমেদ। প্রতিযোগিতার পাশাপাশি আকর্ষণীয় কারাতে প্রদর্শনীর আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআবাহনী জুনিয়রকে হারিয়ে প্রথম জয় পেল ওপিএ
পরবর্তী নিবন্ধজয়ের সেঞ্চুরিতে ম্যাচ বাঁচালো বাংলাদেশ