যুগে যুগে সৃষ্টিকে স্রষ্টা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হাদী বা পথ প্রদর্শক মহান আল্লাহর পক্ষ থেকে ধরার বুকে প্রেরিত হন। প্রিয় রাসুল (দ.) এর পর আর কোনো নবী আসবেন না। নবীজির রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার এ মহান দায়িত্ব অলি–আল্লাহগণ পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে পেয়েছি খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) কে। যিনি প্রিয় রাসুল (দ.) এর বাতেনী নূর মানুষের ক্বলবে দিয়ে মুসলমানিত্বের স্বাদকে অনুভব করান জীবনের প্রতিটি মুহূর্তে।
নূরে বাতেন, ফয়েজে কোরআন, মোরাকাবা, জিকিরুল্লাহ, হুব্বে রাসুল (দ.) দিয়ে সাধারণ মানুষকে আশেকে রাসুল (দ.) এ পরিণত করেন খলিফায়ে রাসুল (দ.)। খোদায়ী এই সমস্ত দৌলতের মাধ্যমে শেষ যুগে এসে খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) এমন এক আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছেন। যা আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী সোনালী যুগের সেই ঐতিহাসিক দিনগুলোকে। তাইতো তিনি হাজার যুগের শ্রেষ্ঠ সংস্কারক হযরত গাউছুল আজম (রাঃ)।
গতকাল শুক্রবার বাদে জুমা কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কুমিল্লা জেলা সমন্বয় পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়ার মোর্শেদে আজম এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেরছীনের মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র–১ হাবিবুর আল–আমিন সাদী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রছীন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আল্লামা শাহ মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা আলীয়া মাদরাসা অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আবদুল মতিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি গণিত বিভাগের প্রফেসর ড. জালাল আহমেদ, আল্লামা মোহাম্মদ সফিকুল আলম পাটোয়ারী, মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মদ হুজ্জাতুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আব্দুল মুবিন আখন্দ, হাফেজ নাজির আহমদ, মাওলানা মোহাম্মদ জামাল হোসেন, হাফেজ কারী মোহাম্মদ ইমাম হাসান, আকতারুজ্জামান বাবু প্রমুখ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ ফোরকান মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সরওয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মুনিরী, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।