হাজার বসন্ত প্রেমে

আসাদ মান্নানের কবিতা | বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আমার হবে না লেখা এ বৈশাখে কোনো গান কিংবা

আগুনে তাতানো তাজা একটি কবিতা; তার চেয়ে

বরং এটাই ভালো কাউকে না বলেই চুপচাপ

শ্রীকৃষ্ণের মতো ওই মুরলি বাঁশিটা বাজাতে বাজাতে

বঙ্গোপসাগর তীরে শৈশবের চৈত্রের মেলায়

ঘুরতে ঘুরতে খুব অন্ধকারে ডুব দিয়ে চলে যাই

বৈশাখী বটের মূলেযৌবনের জ্বলন্ত জুলীর

দুরন্ত চুলের ঘন মেঘে ঢাকা স্মৃতির ক্যাম্পাসে;

অশরীরী ফুলে ফলে নতুনের গন্ধ খুঁজে নিতে

এ আমি এখনো হাঁটি তীর হাতে অন্ধ তীরন্দাজ

কখনো ঘুমের মধ্যে ডানাহীন তোমার বাগানে

প্রেমিক কোকিল কিংবা কারো অন্তরঙ্গ ছায়া হয়ে

উড়ে যাই বেলুনে বাতাস ভরে ফূর্তির আনন্দে ;

সময়ে ফুরিয়ে যাচ্ছেতবু কেন ফুরাচ্ছে না আজ

হাজার বসন্ত প্রেমে মানুষের গুপ্ত ভালোবাসা?

পূর্ববর্তী নিবন্ধসামলে থাক
পরবর্তী নিবন্ধএসএসসি ২০২৫ : ফলাফল বিপর্যয় নিয়ে কিছু কথা