মুলা নিয়ে হতাশা কাটছে না শঙ্খচরের কৃষকদের। গত ১ মাসেরও বেশি সময় ধরে কৃষক পর্যায়ে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা দরে। শুধু শঙ্খচর নয়, পুরো চন্দনাইশ উপজেলার হাজার হাজার কৃষক মুলা তুলে ফেলে দিচ্ছেন উৎপাদন খরচ না উঠায়। বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে ক্ষেত থেকে মুলা তুলে ফেলে দিতেও প্রতিজন শ্রমিক খরচ দিতে হচ্ছে হাজার টাকা পর্যন্ত।
কৃষকরা জানান, বর্তমানে ক্ষেত থেকে মুলা তুলে ধুয়ে পরিষ্কার করে বাজারে নিয়ে যাওয়ার পরিবহন খরচ, কুলি খরচ মিলে প্রতি কেজিতে ৭ থেকে ৮ টাকা খরচ পড়ছে। বিপরীতে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা। বিগত এক মাসেরও বেশি সময় ধরে এমন পরিস্থিতির মধ্যে দিন কাটছে কৃষকদের। তাই বাধ্য হয়ে কৃষকরা মুলা তুলে নদীতে ভাসিয়ে দিচ্ছেন অথবা ক্ষেতের এক কোণে গর্ত করে মাটি চাপা দিচ্ছেন। আবার কোন কোন কৃষক ক্ষেতের পাশে মুলা স্তূপ করে রাখছেন। এতে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ ও খাজনায় জমি নিয়ে চাষ করা কৃষকদের দুশ্চিন্তার যেন শেষ নেই। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান কৃষকরা।












