হাজারী লেইনে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল ছাত্র-জনতা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমানকে (২৬) মারধরের পর পুলিশে দিয়েছে ছাত্রজনতা। গতকাল দুপুরে নগরের কোতোয়ালী থানার হাজারী লেইনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফুরকে আহত অবস্থায় গাড়িতে তুলে।

কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম সাংবাদিকদের বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির বাইরে রাস্তায় এক ছাত্রলীগ নেতাকে ধরে লোকজন আমাদের কাছে দিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটা আমরা যাচাইবাছাই করে দেখছি।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে আসিফুর হেঁটে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে পথরোধ করে। এ সময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করে।

পূর্ববর্তী নিবন্ধ৮৬ শতাংশ স্ট্রোকই মস্তিষ্কের রক্ত জমাটজনিত
পরবর্তী নিবন্ধ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা, ৬ হাজার ঘনফুট বালু জব্দ