হাজারী লেইনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ওষুধ ব্যবসায়ীদের সমাবেশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ওষুধ ব্যবসার প্রধান কেন্দ্র হাজারী লেইনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক সমাবেশ গতকাল হাজারী লেইন শিববাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস্‌ এন্ড ড্রাগিস্টস্‌ সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ও সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকাবাসীর সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ীদের সমাগম ঘটে। সভায় বক্তারা শত বছরের ঐতিহ্যবাহী হাজারী লেইনের ওষুধ ব্যবসায়ী ও স্বর্ণ ব্যবসায়ীরা তাদের পৈত্রিক ব্যবসার ধারাবাহিকতায় সুনামের সাথে ব্যবসা করে আসছেন। কিন্তু সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ঐতিহ্যবাহী এই ব্যবসা কেন্দ্র আজ সুনাম হারাচ্ছে।
অব্যাহত সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিসিডিএস সভাপতি সমীর কান্তি সিকদার, সিনিয়র সহ-সভাপতি মো. নূরুল গনি, মহসীন উদ্দিন আহমদ চৌধুরী, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সিনিয়র সদস্য মো. মহসীন উদ্দিন, শিব প্রসাদ দাশ, বাবুল কান্তি লালা, নূরে আলম সিদ্দিকী, অশোক কুমার দাশ, বিক্রম দাশ, জয়প্রকাশ দাশ, সুনিল চৌধুরী, এলাকাবাসীর পক্ষে অ্যাড. গৌতম সিং হাজারী, প্রশান্ত পান্ডে, রতন আচার্য্য, কর্মচারী ইউনিয়ন নেতা দোলন দাশ প্রমুখ।
সমাবেশ শেষে কাউন্সিলর জহরলাল হাজারী ও বিসিডিএস সভাপতি সমীর কান্তি সিকদারের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতিধাম আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রে অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান