হাজারী গলির ব্যবসায়ী গ্রেপ্তার

স্বর্ণ বিক্রির টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:৫৯ পূর্বাহ্ণ

নগরীর হাজারী গলির নিউ আর এস জুয়েলার্সের কর্ণধার রণেক্স ধরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। স্বর্ণ দেবে বলে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজাদীকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক। তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে। এর মধ্যে জনি বিহারী বণিক নামে এক ব্যবসায়ীর এফআইআর’র ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে ব্যবসায়ী জনি বিহারী বণিক অভিযোগ করেন, তিনি রিয়াজউদ্দিন বাজারের প্যারাডাইস জুয়েলার্স নামক দোকানের স্বত্বাধিকারী। গ্রেপ্তারকৃত রণেক্স বণিকের সাথে তাঁর ব্যবসায়িক সূত্রে পরিচয়। তাঁর থেকে তিনি প্রতি ভরি স্বর্ণ ৮৬,৪০০/- টাকা দামে ২২ ক্যারেটের গলানো ৭৭ ভরি ২.৫ রত্তি স্বর্ণ কেনার উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর বিকেল চারটার দিকে ৩০ লাখ টাকা, সন্ধ্যা ছয়টায় ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা এবং সন্ধ্যা সাতটার দিকে ৩০ লাখ টাকা সহ মোট ৬৬,৫৫,০০০/- টাকা আসামির দোকানে গিয়ে দিয়ে আসেন। গ্রেপ্তারকৃত রণেক্স বণিক তাঁকে রাতের মধ্যে স্বর্ণ দেবেন বলে জানান। কিন্তু ১৫ নভেম্বর রাত পার হওয়ার পরেও স্বর্ণ না দেওয়ায় জনি বিহারী বণিক মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে রণেক্স বণিক আত্মগোপনে চলে যান। ১৮ নভেম্বর তাকে দোকানে পেয়ে ৭৭ ভরি ২.৫ রত্তি স্বর্ণ দিতে বললে তিনি স্বর্ণ দিতে পারবেন না বলে জানান এবং পূবালী ব্যাংক লিমিটেডের নিউ আর এস শিল্পালয় নামক হিসাব নং০০২৯৯০১১০৫১৮৪ সংক্রান্ত চেক নং৭২৬৫৯৮৭ মূলে ৩০ লাখ টাকা ও চেক নং৭২৬৫৯৮৮ মূলে ৩৬ লাখ ৫৫ হাজার টাকার দুইটি চেক দেন। পরদিন ১৯ নভেম্বর ওই একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় জনি বণিক তার সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে তিনি খবর পান যে, আসামি রণেক্স বণিক তার দোকানে অবস্থান করছেন। জনি বণিক সাড়ে সাতটার দিকে হাজারী গলিস্থ নিউ আর এস জুয়েলার্সে গিয়ে ক্রয়কৃত স্বর্ণ দিতে বললে রণেক্স ধর দিতে পারবেন না বলে জানান। পাওনা টাকা ফেরত চাইলে লেনদেনের বিষয় অস্বীকার করেন বলেও অভিযোগ করেন জনি। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা সরকারের ঈর্ষণীয় সাফল্যগাথা
পরবর্তী নিবন্ধকালুরঘাট এলাকায় ইয়াবাসহ আটক ১