নগরীর হাজারী গলি এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ শুভ চৌধুরী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শুভ রাঙ্গুনিয়ার শান্তি নিকেতন এলাকার হারাধন বাবুর বাড়ির সনজিত চৌধুরীর ছেলে। স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় গত মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে হাজারী গলির হাজারী মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে সোমবার একই এলাকা থেকে প্রধান আসামি ইমন দে কে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার এস আই মৃণাল কান্তি মজুমদার আজাদীকে জানান, হাজারী গলি এলাকার ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের গোল্ড হাউজ বিডি জুয়েলারির স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহিদুল আলমের দোকানে গত ৬ মাস ধরে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল ইমন দে। বিশ্বস্ততা অর্জন করায় গত ৮ অক্টোবর ইমনকে ৬টি স্বর্ণের বার ও এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১৪ প্রো ম্যাঙ মোবাইল সেট আনতে পাঠান ব্যবসায়ী ওয়াহিদুল আলম। ইমন ৪০ হাজার টাকার শুল্ক পরিশোধ করে মালগুলো ছাড়িয়ে নেয়। কিন্তু দোকানে ফিরে জানায় পণ্যগুলো পাওয়া যাচ্ছে না।
পুলিশ আরও জানায়, ব্যবসায়ী ওয়াহিদুল আলমের সন্দেহ হলে তিনি বিষয়টি হাজারী গলি স্বর্ণ মার্কেট বণিক সমিতিতে অভিযোগ করেন। পরে গত ১০ অক্টোবর প্রধান আসামি ইমন দে কে হাজারী গলিতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বর্ণের বার আত্মসাতের বিষয়টি স্বীকার করে এবং চুরি হওয়া স্বর্ণের বারগুলো তার ঘনিষ্ঠ শুভ দে নামে আরেক যুবকের হেফাজতে আছে বলে জানায়। পরে মঙ্গলবার অভিযান চালিয়ে শুভকে ৬টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করে পুলিশ।