নগরীর আকবর শাহ বেলতলী ঘোনা এলাকায় সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় আগে বাড়ি–ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৬৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মো. নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। তিনি মহানগর তাতী দলের যুগ্ম আহ্বায়ক। মামলার অপর আসামিদের মধ্যে আছেন হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজান। মামলায় অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী জিয়াউল হক জিয়া বলেন, আদালত বাদীর অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২ ডিসেম্বর আসামিরা পরস্পর যোগসাজসে পরিকল্পিতভাবে আকবর শাহ’র বেলতলী ঘোনা এলাকার শত শত বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। লোকজনকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়।