সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট এন কে ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। খবর বিডিনিউজের।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ বলেন, ১২৫টি ব্যাংক হিসাবের মধ্যে হাছান মাহমুদের মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের চারটি এবং এন কে ফাউন্ডেশনের এরশাদ মাহমুদ ও তার স্ত্রী শাকিলা আক্তার, মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার ও তার স্ত্রী ফজিলাতুন নেছা বেগম মাহমুদ, মো. খালেদ মাহমুদ ও তার স্ত্রী মাহনূর তাসনিম এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১২১টি হিসাব রয়েছে। দুদকের সহকারী পরিচালক আল আমিন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করেন।
এর আগে ১৬ জুন ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, তার পরিবারের সদস্য ও পাঁচটি প্রতিষ্ঠানের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত। এসব ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকা রয়েছে। দুদকের আবেদনে সেদিন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছিলেন। গতকাল বুধবার হাছান মাহমুদের মেয়েসহ অন্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, তাদের নামে ১২৫টি সন্দেহজনক হিসাব পরিচালিত হচ্ছে। এগুলোতে হওয়া লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক। এসব হিসাবের লেনদেনের সঙ্গে সাবেক মন্ত্রী হাছান মাহমুদের মেয়ে এবং দুই ভাইসহ পরিবারের সদস্যদের সম্পৃক্ততা স্পষ্ট এবং এগুলো আসামি হাছান মাহমুদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পদ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এমন অবস্থায় এসব ব্যক্তির নামে পরিচালিত হিসাবগুলো অবরুদ্ধকরণ করা আবশ্যক বলে আবেদনে তুলে ধরেন দুদকের ওই কর্মকর্তা।