হাছান, নওফেল ও নাছিরকে গ্রেপ্তারে পরোয়ানা

ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে ছয়জনকে হত্যার ঘটনা

| বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেয়। খবর বিডিনিউজের।

গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে তদন্ত সংস্থার আবেদনের পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। আদেশের পর তিনি বলেন, জুলাইআগস্ট গণআন্দোলনে চট্টগ্রামে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা ছিল। এটি তদন্ত সংস্থার তদন্তে উঠে এসেছে। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমাদের আবেদনে ১৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।

এদিকে এই মামলায় কারাগারে থাকা আসামি যুবলীগ নেতা মো. ফিরোজকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া ৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে।

পূর্ববর্তী নিবন্ধসন্‌জীদা খাতুনের চিরপ্রস্থান
পরবর্তী নিবন্ধপবিত্র লাইলাতুল কদর কাল