হাঙ্গেরিতে হিটে প্রথম বাংলাদেশের ইমরানুর

| রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১১:২১ পূর্বাহ্ণ

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে আলো ছড়ালেন ইমরানুর রহমান। নিজের হিটে সবার আগে দৌড় শেষ করেন বাংলাদেশের এই স্প্রিন্টার। হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার প্রিলিমিনারি রাউন্ডের ৩ নম্বর হিটে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করেন ইমরানুর। পরের ধাপে যাওয়া ১১ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হয়েছেন তিনি। প্রিলিমিনারি রাউন্ডে সেরা টাইমিং করেছেন আজেম ফাহমি; ১০ দশমিক ২৪ সেকেন্ড সময় নিয়েছেন মালয়েশিয়ার এই স্প্রিন্টার।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল আজ