লোহাগাড়ার চরম্বায় হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. রুবেল (২৬) নামে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের লালারখিল ইউচুপ শাহ্ মাজার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। রুবেল স্থানীয় মো. আবদুল মোনাফের পুত্র।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। তিনি জানান, হাঙ্গর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রুবেল নামে এক যুবককে আটক করে ভূমি অফিসে নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।