হাক্কানী ক্রিকেট ক্লাব এবং চিটাগাং রয়্যালসের শুভ সূচনা

মাস্টার্স টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি২০ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসর গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করর্পোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার টি ট্রেড সাইয়েদ হোসাইন পিচনামাজ, ম্যানেজার টি ট্রেড তাসবির হাকিম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, সিজেকেএস এর সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর, সহ সভাপতি সুজিত রায় তমাল, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, ফরিদ আহমদ, টুর্নামেন্টের কোস্পন্সর আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে হাক্কানী ক্রিকেট ক্লাব ৬ রানে ট্রিপল এস মাস্টার্সকে পরাজিত করে শুভ সূচনা করে। দিনের অপর ম্যাচে চিটাগাং রয়্যালস ৬ উইকেটে সিএম গোল্ডকে পরাজিত করে শুভ সূচনা করে। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা হাক্কানী ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার গোলাম মোরশেদ ৪৫ বলে করেন ৪৩ রান। তবে আলি নওশাদ চৌধুরী ৩০ বলে ৪২ রান করে দলের সংগ্রহে বড় ভূমিকা রাখেন। এছাড়া জহিরুল হক করেন ২৩ বলে ২৫ রান। ট্রিপল এস মাস্টার্সের পক্ষে ১৫ রানে ৪টি উইকেট নেয় ইমরান হোসেন। জবাবে ব্যাট করতে নামা ট্রিপল এস মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৪২ বলে ৪১ রান করেন নজরুল ইসলাম দিপু। এছাড়া ১৯ বলে ৩২ রান করেন আবদুল আহাদ রিপন। ১৮ রান করেন মুসাব্বির রিয়াসাত। হাক্কানী ক্রিকেট ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ইকবাল এবং সুলতান আমিন।

দিনের দ্বিতীয় ম্যাচে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে সিএম গোল্ড। দলটির দুই ওপেনার ফিরেন শূন্য রানে। ৮ রানে হারায় ৩ উইকেট। এরপর দলকে টানার চেষ্টা করেন মিনহাজ সাত্তার এবং সবুজ নন্দী। দুজন যোগ করেন ৪০ রান। তবে শেষ দিকে হাফিজুর রহমানের ২৫ বলে ৩৬ রানের সুবাধে ১২৩ রানে অল আউট হয় সিএম গোল্ড। দলেল পক্ষে মিনহাজ সাত্তার করেন ২২ বলে ৩০ রান। এছাড়া সবুজ নন্দী ১২ এবং নাহিদুজ্জামান করেন ১৪ রান।

চিটাগাং রয়্যালসের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নেন রনজিত দাশ। জবাবে ব্যাট করতে নেমে চিটাগাং রয়্যালস ১২,৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে ডালিম ৩৮, সাকিবুর ৩০, জাবেদ ১১, ইকবাল ১৫ এবং অমি করেন ১২ রান। ম্যাচ সেরা হয়েছেন চিটাগাং রয়্যালসের রনজিত দাশ। তার হাতে পুরষ।কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি সুজিত রায় তমাল।

পূর্ববর্তী নিবন্ধভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধঅভিনয়ে আসা প্রসঙ্গে মুখ খুললেন শচীনকন্যা