অবৈধ প্রক্রিয়ায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় কর্ণফুলীতে আবারো ৫০ হাজার টাকা জরিমানা গুনল হাক্কানী করপোরেশন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা এলাকার আখতারুজ্জামান চত্বরের টোল প্লাজা এলাকায় হাক্কানী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়া ত্রিপুরা। এ সময় তাকে সহায়তা করেন কর্ণফুলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
জানা গেছে, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে তৈরি করা হচ্ছে এসব খাদ্য। যা মাছ ও প্রাণিকে খাওয়ানো হলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
ম্যাজিস্ট্রেট রিয়া ত্রিপুরা বলেন, কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে মাছ ও মুরগির খাদ্য তৈরির অপরাধে এ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই প্রতিষ্ঠানকে দুই দফায় ১ লাখ ও ২ লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হলেও তাদের অবৈধ প্রক্রিয়ায় ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণীখাদ্য উৎপাদন অব্যাহত রাখে।












