হাকীম মোবারক আলী হেজাযী ছিলেন মানবতাবাদী সমাজহিতৈষী ব্যক্তি

আলোচনা সভায় দায়রা জজ সাইফুল আলম

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

হযরত শাহ সুফি আমানত শাহ (রাহ.) এর মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানাসহ বহু সংখ্যক এতিমখানার প্রতিষ্ঠাতা হাকীম মাওলানা মোবারক আলী হেজাযীর (রাহ.) ১০ম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, দস্তারবন্দী ও পুরস্কার বিতরণ গতকাল সন্ধ্যা ৬টায় আমানত শাহ মাজার সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী। অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযীর সভাপতিত্বে ও এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, চট্টগ্রাম রৌফাবাদ মানসিক প্রতিবন্ধী প্রতিষ্ঠানের অধ্যক্ষ (উপপরিচালক) আবুল কাসেম, অধ্যক্ষ মুহাম্মদ শোয়াইব রেজা, অধ্যক্ষ চৌধুরী মঞ্জরুল হক, নাসির উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক নইম কাদের, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদএর কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল কবির, আছালত খান ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী মোহাম্মদ দিদারুল আজিম খান, হাফেজ লিয়াকত আলী চৌধুরী, হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ ওমর ফারুক সজীব, তনজিমুল মোছলেমীন এতিমখানা প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মোহাম্মদ ফজলুল কাদের, মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন, হাকীম মাওলানা মোবারক আলী হেজাযী (রাহ.) ছিলেন এতিম দরদী আপাদমস্তক একজন মানবতাবাদী সমাজহিতৈষী মনীষা। তনজিমুল মোছলেমীন এতিমখানাসহ অনেক এতিমখানা প্রতিষ্ঠাতা করে তিনি হাজার হাজার এতিম ও নিঃস্ব ছেলেকে শিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। এছাড়া দরিদ্র ও আর্তপীড়িতদের আশ্রয়স্থল ছিলেন তিনি। তার পুরো জীবনটাই ছিল আর্তমানবতার কল্যাণে নিবেদিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধনবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু