হাওয়া সিনেমার বিরুদ্ধে বন বিভাগের মামলার আবেদন

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

‘হাওয়া’ সিনেমায় বন্যপ্রাণী আইন লঙ্ঘন হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিল বন বিভাগ; এবার আদালতেই গেল। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগ এনে গতকাল ঢাকার আদালতে মামলার আবেদন করেছে। খবর বিডিনিউজের।
এজাহারের আসামি হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন বলেছেন, তিনি এখনও মামলার খবরটি জানেন না। তবে তিনি আইনি পথেই হাঁটবেন।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস বলেন, তদন্তের স্বার্থে আমরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের চার কর্মকর্তা সিনেমাটি দেখেছি। সিনেমাটিতে বন্যপ্রাণী আইন লঙ্ঘন হয়েছে। একটি ভাত শালিককে অন্যায়ভাবে আটকে রাখা হয়, যা দেখে দর্শকদের মাঝে বন্যপ্রাণী বিষয়ে ভুল বার্তা যাবে। যা পরোক্ষভাবে আইনের লঙ্ঘন। সে অনুযায়ী আমরা তদন্ত প্রতিবেদন জমা দেই। তদন্তের উপর ভিত্তি করে বুধবার বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮-১, ৩৮-২, ৪০ ও ৪৬ ধারায় মামলা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক বলেন, আমরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার ডকেট দাখিল করেছি। এখনও কোনো আদেশ পাইনি। তিনি জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই এজাহার দায়ের করেন। মামলার পর প্রতিক্রিয়া জানতে চাইলে সুমন গতকাল রাতে বলেন, মামলার বিষয়টিই জানতাম না। আপনি ফোন দেওয়াতে জানতে পারলাম। মামলার কাগজ হাতে পেলে তারপর দেখব কী পদক্ষেপ নেওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধশনিবার বিকেল’ নিয়ে আদালতে যাবেন ফারুকী
পরবর্তী নিবন্ধজাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন