হাওরে নেমে রাউজানের তরুণ নিখোঁজ, ২০ ঘন্টায়ও মিলেনি সন্ধান

রাউজান প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ১:১৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রামের রাউজান পৌরসভার বাসিন্দা আবিদুর রহমান খান আবিদ (২২) নামে এক তরুণ।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে পানিতে ডুবে নিখোঁজ হলেও আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে আবিদের পরিবার।

পানিতে নেমে নিখোঁজ আবিদ রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির কলেজ অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে এবং তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র।

মোবারকখীল এলাকার বাসিন্দা ও রাউজান পৌরসভা আওয়ামীলী গের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী বলেন, আবিদ ঢাকায় থাকতো। সেখান থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে নেমে নিখোঁজ হয়। তাকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। বেঁচে আছে কিনা মরে গেছে তা এখনো কেউ জানেনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা মাইজপাড়ায় হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের ওরস ও দাওয়াতে খায়র
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী