হাওয়ার গানের মন্তরে

সুমনা দাশ শান্তা | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

শন শন শন বাতাস দোলে

সেই যে আমার ছোট্ট ঘর

ঝাউয়ের শাখায় দোল দিয়ে যায়

মিষ্টি টিয়ে ক্ষণেক পর।

হরেক রকম পাখি ডাকে

কলকলিয়ে সুর করে

ঠিক দুপুরের দক্ষিণ হাওয়া

দেয় আমাদের মন ভরে।

কলমি শাখায় হাওয়ার নাচন

কোমর দোলায় খুব করে

বহুদূরের ছোট্ট বাসা

দেয় যে আমার মন ভরে।

হোক সে ছোট তবুও আমার

মন মেতে রয় এই ঘরে

সারাটিদিন কান পেতে রই

হাওয়ার গানের মন্তরে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বকুল হত্যা মামলার আসামি মা ও দুই ভাই গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমাঝি