হাই কোর্টের রায় আপিলে স্থগিত

সরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতি

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে আগাম অনুমতির বিধান ‘বাতিল’ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে।
হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রাথমিক শুনানি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। হাই কোর্টের রায় স্থগিত করে দিয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আইসিটি আইনের মামলায় দুজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠার পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন’