ক্ষমতাসীন দল আওয়ামী লীগে অনুপ্রবেশকারী-হাইব্রিড প্রসঙ্গে সাংবাদিকরা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের রসিকতার সুরে বলেন, ‘হাইব্রিড ভালো। হাইব্রিড হলো উচ্চ ফলনশীল। বির্তকিতরা না আসলেই হলো।’
গতকাল সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল সাড়ে ৯টা থেকে তিন ধাপে মহানগর আওয়ামী লীগের কার্যকারী সদস্য, সম্পাদক মণ্ডলী এবং দলের সহসভাপতিদের সাথে আলাদাভাবে মতবিনিময় সভা করেন।
এসময় তিনি সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন। এ সময় তিনি বিদ্রোহী প্রার্থীদের দলের কোন পদে না রাখা এবং ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যাদের বয়স ৫০ পার হয়েছে তাদের মহানগর কমিটিতে রাখারও পরামর্শ দেন মহানগর নেতাদের।












