হাইদগাঁও কৃষক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সভা

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ার হাইদগাঁও কৃষক কল্যাণ পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার রাতে হাইদগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জয়নাল আবেদীন। প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের সাবেক আঞ্চলিক মহাব্যাবস্থাপক নুরুল আরশাদ চৌধুরী। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন না হলে দেশ কখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে না। তাই কৃষকের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা এবং তাদের সুখেদুঃখে পাশে থাকতে হবে। এতে আলোচক ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব, সাংবাদিক আবদুল হাকিম রানা, কৃষক নেতা আবুল কালাম, শ্রমিক নেতা মামুন, সমিতির প্রধান হিসাব নিরীক্ষক আলী আকবর, বাংলাদেশ কৃষি ব্যাংকের এজিএম আবুল কালাম, সমিতির সহসভাপতি উজ্জ্বল চৌধুরী, হাইদগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম ও সমিতির সদস্য মোহাম্মদ ইউছুপ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক রনজিত চৌধুরী। তিনি বার্ষিক রিপোর্ট, বাজেট এবং শেয়ারের ওপর লভ্যাংশ ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজির আহমদ মাইজভান্ডারী (ক.) জাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছিলেন
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ