পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব, আন্তজার্তিক মাতৃভাষা দিবস, বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও কৃতী ব্যক্তিত্ব সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউএনও ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ–পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর ও সংবর্ধিত অতিথি ছিলেন সিআইপি সম্মননা পাওয়া ওমান প্রবাসী কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য তালহা রহমান, অভিভাবক আবদুল করিম, শিক্ষার্থী রবিউল হাসান, উশ্মী চৌধুরী, রেশমী সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মহিউদ্দিন ও সুরঞ্জিত চক্রবর্তী। প্রধান অতিথি মোহাম্মদ ইউসুফ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের প্রতি আপনাদের যথাযথ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের বলেন, শিক্ষকদের প্রতি সম্মান জানাতে হবে। ছাত্রজীবনে যদি আমরা কষ্ট না করতাম, তাহলে আজকে এতোটুকুতে আসতে পারতাম না। মুখস্থ বিদ্যা দিয়ে কিছুই করা যাবে না, তাই সাধারণ জ্ঞান, বির্তক, ভালো ইংরেজি শেখার চেষ্টা করতে হবে। অনুষ্ঠানে হাইদগাঁও গ্রামের সিআইপি সম্মাননা পাওয়া ওমান প্রবাসী কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নাজিম উদ্দিন ও একই গ্রামের কৃতি সন্তান অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সংবর্ধিত করা হয়।