বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের অধীনে পটিয়ার হাইদগাঁওয়ে উন্নত জাতের মালেশিয়ান নারকেল গাছের চারাসহ বিভিন্ন জাতের বৃক্ষ পেলেন ৩শ পরিবার। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে আনুষ্ঠানিকভাবে এ চারাগুলো বিতরণ করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপির উন্নয়ন সমন্বয়কারী ও দক্ষিণ জেলা আ. লীগ নেতা বিজন চক্রবর্ত্তী।
এসময় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস মিয়া, মাহফুজুল হক হাফেজ, শহীদুল ইসলাম জুলু মেম্বার, উপকূলীয় বন বিভাগের (বন্দর) বিট কর্মকর্তা মো. হাসানুজ্জামান, ইউপি মেম্বার টিটু দেব, জুনু বেগম, রেখা দাশ, তছলিমা নুর, জসিম উদ্দিন, আকতার হোসেন, স্বপন তালুকদার, হামিদুল হক তালুকদার, নুরুল হক, আবদুল গফুর, সেলিম উদ্দিন, কাজল চৌধুরী, যদুরঞ্জন চৌধুরী, মঈন উদ্দিন খালেদ রানা, সৌরভ, বিশু চক্রবর্ত্তী, সোহেল চৌধুরী ও অন্তু সেন উপস্থিত ছিলেন। হাইদগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩শ পরিবারের মাঝে উন্নত জাতের নারকেল, সুপারি চারা ছাড়াও বিভিন্ন জাতের ফলজ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়।