হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির পদত্যাগ

| বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন, ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর এক জোটের প্রধান একথা জানিয়েছেন। হাইতিতে সহিংসতা ক্রমাগত বাড়তে থাকা ও কয়েক সপ্তাহ ধরে প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে রাজি হন হেনরি, সোমবার জানিয়েছেন ক্যারিবিয়ান কমিউনিটির নেতা ও গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি। হাইতিতে বারবার নির্বাচন স্থগিত করার মধ্যে অপরাধী দলগুলোর সহিংসতা দেশটিকে অস্থির করে তোলে। খবর বিডিনিউজের।

দেশটির রাজধানীর অধিকাংশ এলাকা এখন অপরাধী দলগুলোর এক জোটের নিয়ন্ত্রণে আছে। তারা অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ দাবি করে আসছে। এই অবস্থায় হাইতির পরিস্থিতি নিয়ে জ্যামাইকায় জরুরি বৈঠকে বসেন ক্যারিকমের নেতারা। তারা হাইতির রাজনৈতিক উত্তরণ নিয়ে আলোচনা করেন। বৈঠকেই পদত্যাগপত্র জমা দেন ৭৪ বছর বয়সী হেনরি, জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জ্যামাইকার রাজধানী কিংস্টনে হওয়া বৈঠক শেষে ইরফান আলি বলেন, অন্তর্বর্তীকালীন একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা এবং একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর তার পদত্যাগ পত্র গৃহীত হবে। ২০২১ সালে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মইস গুপ্তহত্যার শিকার হওয়ার পর হেনরি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

তারপর থেকে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। কিন্তু মইসের হত্যাকাণ্ডের পর থেকে হাইতিতে অস্থিরতা বিরাজ করতে থাকে। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে হেনরির ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা ছিল।

পূর্ববর্তী নিবন্ধজাঞ্জিবার দ্বীপপুঞ্জে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে ৮ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধশপথ নিল শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা