হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর সমঝোতা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পোর্ট লিমিটের অন্তর্গত কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল ও সমুদ্র এলাকায় যৌথ হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গতকাল একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে স্বাক্ষরিত এ চুক্তি দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌনাব্যতা এবং উপকূলীয় ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের কার্যপরিধি সমপ্রসারিত হওয়ায় তার হাইড্রোগ্রাফি বিভাগের দায়িত্ব ও কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশাল এ উপকূলীয় এলাকায় কোস্টাল ইকোসিস্টেম ব্যবস্থাপনা, ড্রেজিং, নেভিগেশন, কোস্টাল ডেভেলপমেন্ট ও অন্যান্য সামুদ্রিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনায় যৌথ মনিটরিং ও হাইড্রোগ্রাফি এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক মানের চার্ট প্রকাশ এবং বিশ্বব্যাপী হাইড্রোগ্রাফিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। অপরদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদ্যমান প্রযুক্তি ও সক্ষমতা এই সমঝোতার মাধ্যমে যৌথ জরিপ, কারিগরি সহায়তা, ৫তথ্য আদানপ্রদান ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, এই সমঝোতা স্মারক শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই সংস্থার অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় ঘটিয়ে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। অনুষ্ঠানের শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে সদস্য (হারবার ও মেরিন) এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে চীফ হাইড্রোগ্রাফার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তি বাংলাদেশের নৌপরিবহন ও উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নগরীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে সাড়ে ৩ লাখ টাকার ওষুধ জব্দ, আটক ৩