হাইড্রলিক হর্ন বন্ধ করা হোক

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের যানবাহনগুলোতে সচরাচর যে জিনিসটা দেখা যায় সেটি হলো হাইড্রলিক হর্ন। যেটি বিকট শব্দে ধ্বনিত হয় এবং সাধারণ পথচারী ও যাত্রীদের বিরক্তির উদ্রেক ঘটায়। ২০১৭ সালের ৮ অক্টোবর হাইকোর্ট একটি আদেশে সারা দেশে হাইড্রলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন। এই আদেশে পুলিশ, বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরকে হাইড্রলিক হর্ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণে নজরদারি টিম গঠনেরও নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, নিষিদ্ধ করার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও সেটি পুরোপুরি অপসারণ করা যায়নি। আজও রাস্তাঘাটে প্রকাশ্যে যানবাহনে এগুলো ব্যবহার করতে দেখা যায়। সাধারণত এসব হাইড্রলিক হর্ন ৯৫১২০ ডেসিবেল পর্যন্ত শব্দ সৃষ্টি করে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি শ্রবণশক্তি ও মনোসংযোগে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি হাসপাতালের কাছে বাজালে রোগী বা প্রবীণদের সমস্যা হয়। এছাড়াও অতিরিক্ত শব্দ উদ্বেগ, রাগ, অস্থিরতা বাড়ায়। দীর্ঘ সময় এই শব্দের সংস্পর্শে থাকলে স্থায়ী বধিরতা হতে পারে। এটি শিশুদের মানসিক বিকাশে ব্যাঘাত ঘটায়। তাই দ্রুত সময়ের মধ্যে এসব হর্ন বন্ধ করা জরুরি। এ ব্যাপারে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ওবায়দুল মোস্তফা শিবলী

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধড. কুদরাত-এ-খুদা : শিক্ষাবিদ ও বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধমধ্যবিত্তরা আজ চরম দুর্ভোগে