হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন এয়াকুব আলী

জেলা প্রশাসকের হাত থেকে ‘ছাতা’ প্রতীক গ্রহণ

| শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৩:৫৪ অপরাহ্ণ

হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পাওয়ার পর চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীর হাতে দলীয় প্রতীক ‘ছাতা’ তুলে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মনছুর আলম এবং গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এম এয়াকুব আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আদালত। ফলে তার নির্বাচনী প্রচারণায় আর কোনো আইনগত বাধা রইলো না।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম এয়াকুব আলী বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই ন্যায়বিচারের জন্য আমি কৃতজ্ঞ। এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমসহ দলের সকল নেতাকর্মী এবং পটিয়াবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজকে প্রতীক পেলাম। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক একটি জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

এ বিষয়ে এম এয়াকুব আলীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, মহামান্য হাইকোর্ট ডিভিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এখন তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের অজুহাতে তার মনোনয়ন বাতিল করা হয়। যদিও ওই বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকলেও নির্বাচন কমিশন তার আপিল নামঞ্জুর করে। পরে দীর্ঘ আইনি লড়াই শেষে মনোনয়নের বৈধতা ফিরে পান তিনি।

স্থানীয় রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই এম এয়াকুব আলী পূর্ণোদ্যমে মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ
পরবর্তী নিবন্ধগুমাইবিল রক্ষা ও যুব উন্নয়নে বিশেষ গুরুত্বের ঘোষণা ডাঃ এটিএম রেজাউল করিমের