হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেয়ে যা বললেন ফটিকছড়ির হাতপাখার প্রার্থী

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ১:০৭ অপরাহ্ণ

হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেয়ে মনোনয়ন বাছাইয়ে বৈধতা অর্জনের পর চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জুলফিকার আলী মান্নান সংবাদ সম্মেলন করেছেন।

১৪ জানুয়ারি চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ ঘোষণা করা হলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ের চট্টগ্রাম একাডেমিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জুলফিকার আলী মান্নান বলেন, প্রথম দফায় রিটার্নিং কর্মকর্তা গড়িমসির মাধ্যমে সময়ক্ষেপণ করে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়নি। এ বিষয়ে তিনি হাইকোর্টে রিট করলে আদালত রিটার্নিং কর্মকর্তাকে তার মনোনয়ন ফরম গ্রহণের নির্দেশ দেন। আদালতের এই রায়ের মাধ্যমে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন।

তিনি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান। পাশাপাশি ফটিকছড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

জুলফিকার আলী মান্নান বলেন, নির্বাচিত হলে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন। বাগান বাজার থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের কথা জানান। পাশাপাশি বেকারত্ব নিরসন, নারী উন্নয়ন এবং কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা সুযোগ দিলে আগামী পাঁচ বছরের মধ্যে ফটিকছড়ি উপজেলাকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে যেকোনো মূল্যে সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রাখতে হবে
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু