হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চট্টগ্রাম–১২ (পটিয়া) সংসদীয় আসনে এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীর হাতে দলীয় প্রতীক ‘ছাতা’ তুলে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকারের উপ–পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মনছুর আলম এবং গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এম এয়াকুব আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আদালত। ফলে তার নির্বাচনী প্রচারণায় আর কোনো আইনগত বাধা রইলো না। প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম এয়াকুব আলী বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই ন্যায়বিচারের জন্য আমি কৃতজ্ঞ। এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমসহ দলের সকল নেতাকর্মী এবং পটিয়াবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। এ বিষয়ে এম এয়াকুব আলীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, মহামান্য হাইকোর্ট ডিভিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এখন তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, এর আগে রিটার্নিং অফিসারের বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে দীর্ঘ আইনি লড়াই শেষে মনোনয়নের বৈধতা ফিরে পান তিনি।












