হাইকোর্টের আদেশ ছাড়াই ফটিকছড়ি আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ

মানববন্ধনে অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

হাইকোর্টের সুস্পষ্ট আদেশ ছাড়া চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বিকেলে ‘ফটিকছড়ির সচেতন ছাত্রসমাজ’এর ব্যানারে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক ইবনে জিয়াদ অভিযোগ করে বলেন, হাইকোর্টের কোনো আদেশ ছাড়াই চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এতে করে নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এ সময় ‘অবৈধ ও একতরফা’ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও জনমনে সন্দেহ সৃষ্টি করেছে। অবিলম্বে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধআইন মেনে সরওয়ার আলমগীরকে ধানের শীষ প্রতীক বরাদ্দ
পরবর্তী নিবন্ধবেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার