দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী ফোর্স কর্তৃক দেশের সৌন্দর্য ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভুমিকা রেখে চলছে প্রতিটি দেশে। তাই দেশের নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। কিন্তু, যখন আইন রক্ষাকারী কর্তৃক বেআইনি কাজ পরিলক্ষিত হয়, তখন আইনের প্রতি শ্রদ্ধাশীল উঠে যায়। সেই দীর্ঘ সময় ধরে চলমান একটি বিষয় হলো পুলিশের হাইওয়ে সড়কে চাঁদাবাজি। অর্থাৎ, বড় বড় পণ্যবাহী যানবাহন থেকে শুরু করে রিক্সা পর্যন্ত কোনো যানবাহন এই ঘৃণিত চাঁদা থেকে মুক্ত নয়। যদি কোনো ছোট যানবাহন কিংবা বড় যানবাহন সড়কের আইন লঙ্গন করে, তাহলে সরাসরি সঠিক আইন প্রয়োগে তা সমাধান করা জরুরি। সড়কের মাঝখানে যানবাহন থামিয়ে নোংরা লেনদেনের মধ্য দিয়ে অনুমোদন দেওয়া কোনো আইন হতে পারে না। অতএব, দেশের সৌন্দর্য ও নাগরিকদের অধিকার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট থাকতে উক্ত বিষয়কে ক্ষতিয়ে দেখে যথাযত ব্যবস্থা গ্রহণ করার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি ।
আবদুর রশীদ
সাতকানিয়া, চট্টগ্রাম।











