হাইওয়ে ও জেলা পুলিশের সমন্বয়ে ঈদযাত্রায় মহাসড়ক হবে নিরাপদ

এসপি কার্যালয়ে সমন্বয় সভা

| বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও চট্টগ্রাম জেলা পুলিশের মধ্যে এক সমন্বয় সভা গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে সভায় ঢাকাচট্টগ্রাম মহাসড়ক ও অন্যান্য আঞ্চলিক মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে করনীয় সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ঈদের আগে যাত্রীবাহী বাস, পশুবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন নির্বিঘ্নে চলাচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি রোধে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন এডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম। তিনি বলেন, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের কার্যের সমন্বয়ের মাধ্যমে মহাসড়ক হবে নিরাপদ। ঈদের অনেক আগে থেকেই হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ একসাথে দায়িত্ব ভাগাভাগি করে নিজেদের ডিউটি পালনের মাধ্যমে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং ঢাকাচট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী পরিবহন ও পশু বাহী গাড়ির নিরাপত্তা প্রদানে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় সাধন করে মহাসড়ককেন্দ্রিক ছিনতাই, চুরি, ডাকাতিসহ অন্যান্য সকল ধরনের অপরাধ রোধে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন), চট্টগ্রাম জেলার সকল সার্কেল এএসপিবৃন্দ, চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং চট্টগ্রাম জেলাধীন সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে ৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহ
পরবর্তী নিবন্ধশ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ