মীরসরাইয়ে হাঁস চুরি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মরহুম শেখ আহমদের ছেলে। অভিযুক্ত যুবক জাকারিয়া জাহেদ (৩২) পাশের বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে। তারা সম্পর্কে চাচা–ভাতিজা। গ্রামবাসী সূত্রে জানা যায়, হাঁস চুরি নিয়ে জাকারিয়া জাহেদের সঙ্গে ফজলুল করিমের কথা কাটাকাটি হলে জাকারিয়া ওই বৃদ্ধকে অনবরত কিল–ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে গলা টিপে ধরলে বৃদ্ধ ফজলুল করিম মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা এসে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ফজলুল করিমের ছোটভাই বজলুল করিম জানান, দু’দিন আগে জাহেদরা আমার ভাইয়ের চার–পাঁচটি হাঁস ধরে নিয়ে যায়। আজ (গতকাল) সকালে তাকে দেখতে পেয়ে আমার ভাই জিজ্ঞেস করতে যায়। কথা বলার একপর্যায়ে জাহেদ আমার ভাইকে কিল ঘুষি দিয়ে গলা টিপে ধরলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির মানুষের চিৎকারে আমরা বের হয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে তিনি মারা যান। সে আমার ভাইকে হত্যা করেছে। এ ব্যাপারে আমরা মামলা করব।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া জাহেদের সঙ্গে কথা বলতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গলা চেপে ধরলে বৃদ্ধ মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।