হাঁস চুরির অভিযোগে দুই ব্যক্তিকে ডেকে এনে নির্যাতন

বান্দরবানে ইউপি মেম্বারের ভিডিও ভাইরাল

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বান্দরবানে হাঁস চুরির অভিযোগে দুই ব্যক্তিকে শারীরিক নির্যাতন করেছেন স্থানীয় ইউপি মেম্বার শহীদুল ইসলাম। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গত রোববার সকালে বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা রোয়াজুপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবান সদর উপজেলার রেইছা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোয়ালিয়াখোলা এলাকায় স্থানীয় বাসিন্দারের ৩টি হাঁস চুরি হয়। চুরির অভিযোগে ২ নং ইউপি মেম্বার শহীদুল ইসলাম ফোন করে বিচারের কথা বলে দুজনকে বাড়ি থেকে ডেকে আনেন রোয়াজুপাড়া সিনুমং মারমার দোকানে। এ সময় চুরির অভিযোগ স্বীকার না করায় স্থানীয় যুবক তাজউদ্দিন (২০) ও উহ্লা মংকে (৪৩) শারীরিক নির্যাতন করেন। ভিডিওতে দেখা গেছে, তিনি প্লাস দিয়ে টেনে ওই দুজনের হাতের নখ তুলে ফেলার চেষ্টা করছেন। প্লাস ও লাঠি দিয়ে মারধরও করছেন। পরে চুরির মামলায় দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আদালতের নির্দেশে তাদের জেলে পাঠানো হয়েছে।

নির্যাতনের শিকার তাজউদ্দিনের পিতা মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, তিনটি হাঁস চুরির অভিযোগ ছেলেকে অমানবিক নির্যাতন ও মারধর করেছেন ২ নং ইউপি মেম্বার শহীদুল ইসলাম। ঘটনাস্থল ১ নং ওয়ার্ডে হলেও অন্য ওয়ার্ড থেকে এসে ইউপি মেম্বার এমন নির্যাতন করেছেন। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, চুরির অভিযোগে তাদের ভয়ভীতি দেখিয়ে কথা বের করার চেষ্টা করা হয়েছিল। তাজউদ্দিনের কোনো নখ তোলা হয়নি। আমি শুধু ভয় দেখানোর জন্য প্লাস হাতে নিয়েছিলাম। পরে বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। নখ তোলার অভিনয় করাটা অনুচিত ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, গোয়ালিয়াখোলা রোয়াজুপাড়ার বাসিন্দা সুজন ইসলামের দায়ের করা চুরির মামলায় মালামালসহ তাজউদ্দিন ও মংকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ তদন্ত করে ঘটনাস্থল থেকে দুটি গ্যাস সিলিন্ডার এবং নেবুলাইজার মেশিন উদ্ধার করেছে। তবে চুরির ১২ হাজার টাকা উদ্ধার হয়নি। তাজউদ্দিনের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচালবোঝাই ট্রাকের ধাক্কা, উল্টে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন ও কন্টেনার