হাঁটার চেষ্টা করেছেন তামিম

নেয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

গত সোমবার হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের। গতকাল সন্ধ্যায় নেওয়া হয়েছে অন্য হাসপাতালে। যদিও এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, এখন তাকে মুভ করা রিস্কি। তবে পারিবারিক সিদ্ধান্তেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে দেশসেরা এই ওপেনারকে। এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তার সার্বিক অবস্থা আশাব্যঞ্জক। তবে এখনই তাকে অন্য কোথাও মুভ করা যাবে না। গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করেছেন কেপিজে হাসপাতালের চিকিৎসকরা। তারা জানিয়েছেন, তামিম ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এখন অনেকটাই সুস্থ। তবে আরও কয়েকদিন সতর্ক থাকতে হবে তাকে। আগের দিন সারারাত সিসিইউতে পর্যবেক্ষণে থাকার পর গতকাল সকালে কেবিনে নেওয়া হয়। সেখানে তিনি স্বজনদের সঙ্গে কথা বলেছেন, খাবার খেয়েছেন এবং হাঁটার চেষ্টা করেছেন।

এদিকে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) তামিম ও তার পরিবারের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে সর্বশেষ খবর জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। গতকাল ১১টার পর আবু জাফর ও হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ হাসপাতালে যান। তারা প্রায় আধাঘণ্টা সিসিইউতে অবস্থান করে তামিম, তার মা ও স্ত্রী এবং বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন। পরে তারা সংবাদ মাধ্যমকে বলেন, ২৪ ঘণ্টার প্রাথমিক পর্যবেক্ষণের পর তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে।

হার্টে স্টেন্ট বসানোর প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক মনিরুজ্জামান মারুফ জানান, অল্প অল্প হাঁটাচলা করেছেন তামিম। সংবাদ সম্মেলনে তামিমের সার্বিক অবস্থা জানানোর এক পর্যায়ে আবু জাফর বলেন, তিন মাস পর খেলাধুলায় ফেরার অনুমতি পেতে পারেন তামিম।

পূর্ববর্তী নিবন্ধহিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবেদন মোটিভেটেড : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধআসছে ১১ কার্গো এলএনজি