হলের ছাদে ৩ শিক্ষার্থীকে র‌্যাগিং, চুয়েটের ৬ জনকে শোকজ

আজাদী অনলাইন | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৭:২০ অপরাহ্ণ

র‌্যাগিংয়ের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছয় শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, চার শিক্ষার্থীকে হলের ছাদে নিয়ে র‌্যাগিংয়ের অভিযোগে ছয় শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে গত ৩ জানুয়ারি। তাদের ১০ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে সশরীর হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছয়জনকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২ জানুয়ারি রাত সোয়া ১২টায় বঙ্গবন্ধু হলের ছাদে ২১ ব্যাচের চার শিক্ষার্থীকে র‌্যাগিং দেওয়ার সময় ২০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ছয় শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়।

নোটিশে বলা হয়েছে, স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫২তম জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া অভিযুক্ত শিক্ষার্থীরা চাইলে ১১ জানুয়ারি ‍বিকেল ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে তাদের সপক্ষে শুনানি দিতে পারবেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ১০ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ার দুই আসনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত, গুরুতর আহত মা