হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে

বান্দরবানে মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, হলুদ সাংবাদিকতা কখনো দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারেনা। তাই হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন সাংবাদিকদের কল্যাণের জন্য। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাংবাদিকদের কল্যাণের জন্য অনেক কিছু করছেন। গতকাল শনিবার বান্দরবানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা ওয়েবসাইটের মাধ্যমে মফস্বল সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার চেষ্টা করছি। পাহাড়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরার আহ্বান জানান।
বান্দরবান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এমএ হাকিম চৌধুরী ও সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মংসানু মারমা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিক’সহ অতিথিদের মাঝে বই বিতরণ করা হয় প্রেস কাউন্সিলের পক্ষ থেকে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রনাথ পাহাড়ে ছিনতাইয়ের কবলে ৯ পর্যটক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সিভাসুর দ্বিতীয় করোনা ল্যাব