হলিউড-বলিউড ছাড়িয়ে শীর্ষে শাকিব খানের ‘তুফান’!

| শনিবার , ২৮ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চলতি বছর হলিউডবলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলোকে ছাড়িয়ে সফল ১০ সিনেমার তালিকায় এক নম্বরে উঠে এলো শাকিব খানের ‘তুফান’! এ তালিকায় আরও স্থান পেয়েছে এই অভিনেতার ‘রাজকুমার’ ও ‘দরদ’। গতকাল শুক্রবার রাতে চলতি বছরের হিসাব শেষে এই তালিকাটি প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। খবর বাংলানিউজের।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বছরজুড়ে তাদের মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউড, বলিউড ও ঢালিউডের ছবি। সেখান থেকে টিকিট বিক্রির বিচারে বছরের সেরা ১০টি সিনেমার তালিকা করেছে স্টার কর্তৃপক্ষ। তালিকায় প্রথমে রয়েছে তুফান। এরপর পর্যায়ক্রমে স্থান পেয়েছেডেডপুল অ্যান্ড উলভারিন, ডাংকি, গডজিলা ও কং, ক্রু, মোয়ানা ২, ভেনম, কুং ফু পান্ডা ৪, রাজুকমার এবং দরদ। হিসাব মতে, ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশিবিদেশি সিনেমাগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া তিনটি সিনেমা বাংলাদেশের, পাঁচটি হলিউডের এবং দুটি বলিউডের!

প্রসঙ্গত, শাকিব খান অভিনীত ‘তুফান’ চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে এই অভিনেতাকে দ্বৈত ভূমিকায় দেখা গেছে। তার বিপরীতে ছিলেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পেল বছরের শেষ সিনেমা ‘নকশি কাঁথার জমিন’
পরবর্তী নিবন্ধউড়োজাহাজ দুর্ঘটনা ‘অনুমাননির্ভর তথ্য’ প্রচার নিয়ে সতর্ক করল রাশিয়া