হলিউডের ৩৬ মিলিয়ন বাজেটের সিনেমায় প্রীতম

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। এত দিন সেখানে সংগীত নিয়ে কাজ করলেও গত বছর থেকে নাম লিখিয়েছেন অভিনয়ে। ‘বালিকা’খ্যাত এ গায়ক কাজ করছেন হলিউডের নামী প্রযোজনা সংস্থার সঙ্গে। খবর বাংলানিউজের।
নেটফ্লিঙ, ওয়ার্নার ব্রাদার্স, অ্যামাজন, সনির মতো আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করছেন প্রীতম। সেই সূত্র ধরেই সমপ্রতি যুক্ত হলেন ব্রিটিশ রাজপরিবারের গল্পের সিনেমায়! তালিকাভুক্ত হয়েছেন ব্রিটিশ অ্যাক্টর ও পারফর্মার হিসেবে। প্রীতম জানান, সনি পিকচার্স প্রযোজিত শিশুদের একটি সিনেমায় তিনি কাজ করছেন। যার বাজেট ৩৬ মিলিয়ন ডলার। সিনেমাটিতে অভিভাবক হিসেবে তিনি অভিনয় করছেন। তাছাড়া এতে আরও অভিনয় করেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড উইনার এমা স্টোন, এমা থমসনের মতো তারকারা। এদিকে ব্রিটিশ রাজ পরিবারের গল্প নিয়ে নির্মিত ‘দ্য ক্রাউন’ নামের একটি সিরিজেও কাজ করেছেন প্রীতম।

পূর্ববর্তী নিবন্ধআইয়ুব বাচ্চুর কন্যা শোনাবেন অজানা গল্প
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’