রাউজানে বিভিন্ন স্থানে নির্বিচারের কাটা হচ্ছে পাহাড় টিলাভূমি। উঁচু নিচু পাহাড় টিলার মাটি কেটে সরবরাহ দেয়া হচ্ছে ইটভাটা ও কৃষি জমির ভরাট কাজে। খবর নিয়ে জানা যায় পূর্ব রাউজান, পূর্ব কদলপুর, ডাবুয়া, হলদিয়া এলাকায় শত শত একর পাহাড় টিলাভূমি এখন ধু ধু মরুভূমিতে পরিণত হয়েছে। যেসব পাহাড় টিলা কেটে মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেসব সম্পত্তির মালিক বনবিভাগ ও সরকারি খাস খতিয়ানভুক্ত।
গতকাল ৬ মার্চ সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকায় মাটি সরবরাহকারীরা বড় স্কেভেটর ব্যবহার করে মাটি কেটে বৃক্ষভানুপুর, বৃন্দাবন এলাকার কয়েকটি ইটভাটা ও ফসলি জমি ভরাট কাজে ট্রাকে ট্রাকে সরবরাহ দিচ্ছে। ডাবুয়া, হলদিয়া, রাউজান রাবার বাগানের মালিকানাধীন পাহাড় টিলা ভূমি কাটা মাটি ও ফসলি জমির মাটিকে উৎস করে রাবার বাগানের ফাঁকে ফাঁকে প্রতিষ্ঠিত আছে অন্তত ২০টি ইটভাটা।
পাহাড়কাটার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি বলেন, যেখানে খবর পাচ্ছি সেখানে ছুটে যাচ্ছি। আইননানুগ ব্যবস্থা নিচ্ছি। তিনি বলেন, আমি আমার দপ্তরসহ পৌরসভার প্রশাসক হিসাবে দায়িত্ব সামলাতে হচ্ছে। তারপরও এসব অপতৎপরতা বন্ধে সাধ্যমত চেষ্টা করছি।