হরিয়ানায় গাড়িতে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বিচারক

| শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

ভারতের সামপ্রদায়িক দাঙ্গা কবলিত হরিয়ানার নূহতে তিন বছরের কন্যাসহ অল্পের জন্য রক্ষা পেয়েছেন একজন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম। উচ্ছৃঙ্খল জনতা তার গাড়িতে হামলা চালানোর পর আগুন ধরিয়ে দিয়েছিল। সোমবার নূহ জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালে শুরু হওয়া দাঙ্গার মধ্যে হামলাটি চালানো হয় বলে এ নিয়ে দায়ের করা এক মামলার বিবরণে বলা হয়েছে। প্রাণ বাঁচাতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অঞ্জলি জৈন তার কন্যাকে নিয়ে দৌঁড়ে পালান। এসময় হামলাকারীরা তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও গুলি করে বলে মঙ্গলবার নূহ শহর থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে। হামলার মুখে বিচারক, তার কন্যা ও তার এক কর্মী নূহের পুরনো বাসস্ট্যান্ডের একটি ওয়ার্কশপে আশ্রয় নেন। পরে কয়েকজন আইনজীবী এসে তাদের উদ্ধার করে নিয়ে যান। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধএকের পর এক মামলাতেও কমছে না ট্রাম্পের জনপ্রিয়তা
পরবর্তী নিবন্ধজাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়ায় মালি ছাড়ল মিশরীয় বাহিনী