হরিহর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার হরিহর উচ্চ বিদ্যালয়ে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা গত ২৩ জানুয়ারি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অর্পণ কুমার ধর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল হামিদ, সদস্য রিটন ধর, সুমন প্রিয় বড়ুয়া, মোহাম্মদ জামাল উদ্দিন, বীণা বড়ুয়া। বিদ্যালয়ের স্কাউট দলের প্যারেড সালামের পর সিনিয়র শিক্ষক সম্বল বড়ুয়ার নেতৃত্বে ক্রীড়া পরিচালনায় সহযোগিতা করেন স্কুলের সিনিয়র শিক্ষক পূর্ণিমা বড়ুয়া, মো. ইব্রাহিম খলিল, ফনীলাল বড়ুয়া, মৌলানা নাছের উদ্দিন, সজল কান্তি বড়ুয়া, বিধান বড়ুয়া, পারভীন আকতার, প্রকাশ কান্তি দাশ, তাপস কুমার সিংহ, সঞ্জয় সরকার প্রমুখ। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্পণ কুমার ধর বলেন, সুস্থ দেহ, সুস্থ মনপ্রাণের জন্য শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। খেলাধুলায় পারে মাদকমুক্ত ছাত্রযুব সমাজ গড়তে। একদিন এসব শিক্ষার্থীরা আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

পূর্ববর্তী নিবন্ধকবিতার জন্যে অহোরাত্র যুথবদ্ধ মায়া
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমীন স্মৃতি ব্যডিমিন্টন টুর্নামেন্টের ফলাফল